- রাজশাহী
- ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভ্যানচালকের
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ভ্যানচালকের

প্রতীকী ছবি
জয়পুরহাটে রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিলকপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের বাড়ি আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামে।
প্রত্যক্ষদশীরা জানান, আন্ত মিয়া বাড়ি থেকে সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে তিলকপুর রেলস্টেশনের প্লাটফার্মে এসে লোকজনের সঙ্গে গল্প করছিলেন তিনি। পরে সকাল পৌনে ১০টার দিকে রেলস্টশন থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিলকপুর বাজারের পশু চিকিৎসক আবু হাসান বলেন, ভ্যানচালক আন্ত মিয়া রেলেস্টেশন থেকে নেমে দুই নম্বর রেললাইনে ওঠার পরপরই তিতুমীর ট্রেনে কাটা পড়ে মারা যান। তার মৃত্যুতে খুবই কষ্ট পাচ্ছি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। ওই বিষয়ে সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
মন্তব্য করুন