রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হলের আবাসিক ছাত্রকে মারধর ও তার কক্ষ থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে সাময়িক বহিস্কার এবং দুই নেতাকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাতে হল প্রাধ্যক্ষ পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাধ্যক্ষ পরিষদ জানায়, লতিফ হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনের পড়ালেখা শেষ হওয়ায় ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী হওয়ায় তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আর ছাত্রলীগ কর্মী তাসকিফ আল তৌহিদকে হল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রাধ্যক্ষ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া হলে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনাটি তদন্তে আবাসিক শিক্ষক ড. হামিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে।

গত বৃহস্পতিবার রাতে লতিফ হলের ২৪৮ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মুন্না ইসলামকে মারধর করে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।

মুন্না অভিযোগ করেন, হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন তাকে হুমকি দেন এবং তার দুই সহযোগী তাসকিফ আল তৌহিদ ও পারভেজ হাসান জয় মারধর করেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক হলে উপস্থিত হয়ে বিচার দাবি করেন। একই সঙ্গে তারা হলে শিক্ষার্থী নির্যাতন বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।