রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের ব্যবস্থাপত্রের ছবি তোলার অভিযোগে আনসার সদস্যরা কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে রশি দিয়ে বেঁধে রাখেন। এর প্রতিবাদে সোমবার মানববন্ধন করেন তারা। এ সময় তারা ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।

রাজশাহী মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী মহানগর ও জেলা কমিটি এ মানববন্ধনের আয়োজন করে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, অমানবিক ও মধ্যযুগীয় কায়দায় হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা রোববার তাদের কয়েকজনকে কোমরে রশি বেঁধে দাঁড় করিয়ে রাখেন।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, আনসাররা রিপ্রেজেন্টেটিভদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে কর্মবিরতি করে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।

এদিকে সোমবার সমাবেশ শেষে রিপ্রেজেন্টেটিভরা বিক্ষোভ মিছিল বের করে হাসপাতালের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় গেটে কর্তব্যরত আনসার সদস্যরা তাদের বাধা দেন। সেখানে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, সপ্তাহে দু’দিন দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত রিপ্রেজেন্টেটিভরা হাসপাতালে প্রবেশ করতে পারবেন। কিন্তু এ নির্দেশনা তারা মানে না। তারা প্রতিদিনই হাসপাতালে ডাক্তারের চেম্বারে বসে থাকে। এতে চিকিৎসা ব্যাহত হয়। রোগীদের কাছ থেকে জোর করে চিকিৎসাপত্র নিয়ে ছবি তোলে। এ পরিস্থিতি বন্ধের নির্দেশনা দেওয়া ছিল। অতি উৎসাহী হয়ে আনসার সদস্যরা রশি দিয়ে বেঁধে রাখে।