বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতি ঢাকার ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান সভাপতি এবং অবসরপ্রাপ্ত কর কমিশনার মো. রুস্তম আলী মোল্লা সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। শনিবার মহানগর নাট্য মঞ্চে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২০২৩ শেষে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক সচিব এ কে এম আমির হোসেন।

কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসান, সাবেক অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য চৌধুরী আমির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. কে এম এইচ এস সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. বেলায়েত হোসেন মোল্লা, সাবেক সচিব ড. নলিনী রঞ্জন বসাক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের মো. আবুল বাসার মিয়া, সাবেক অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম, অর্থ সম্পাদক পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক এডিশনাল আইজি মোহাম্মাদ আলী মিয়া, ডিএমপির যুগ্ম কমিশনার জায়েদুল আলম, রাজউকের সদস্য ও যুগ্ম সচিব মোহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা সেনানিবাসের পুরাতন লগ এরিয়া সদর দপ্তরের সাবেক এফপিও মো. মনজুরুল আলম হাওলাদার, সাবেক অডিটর মানিক মিয়া, প্রচার সম্পাদক এডিশনাল আইজি (টুরিষ্ট পুলিশ) হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব ড. শেখ মো. রেজাউল ইসলাম, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি আসাদুজ্জামান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিএএফও মো. সেলিম মিয়া।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আলী, সাংস্কৃতিক সম্পাদক আরবান ইন্‌ক এমডি এন্ড সিইও সাবিহা নাসরীন মলি, দপ্তর সম্পাদক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মোহসেন উদ্দিন, সমাজসেবা সম্পাদক অতিরিক্ত সচিব ও প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের এমডি ড. আমিনুর রহমান এনডিসি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব গাজী কলিমুল্লাহ, শিক্ষা ও গবেষণা সম্পাদক জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য এ কে এম নুরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এসডিই শেখ সোহেল রানা, আইন সম্পাদক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব আকরামুজ্জামান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক কর কমিশনার এ কে এম বোরহান উদ্দিন, স্বাস্থ্যসেবা সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক সড়ক ও জনপথ বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শামসুল হক, উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ডিএমপির ডিসি ট্রাফিক (পূর্ব) মো. মঈনুল হাসান।

কমিটিতে মহিলা বিষয়ক সম্পাদক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. নাশিদ রিজওয়ানা মনির, অবসরপ্রাপ্ত ব্যাংকার মেহেরুন্নেছা মেরী, সবুজবাগ সরকারি কলেজের অধ্যক্ষ শামীম আরা, মিরপুর গার্লস আইডিয়াল ইন্সটিটিউটের অধ্যক্ষ ড. মোস্তারী আহমেদ, বাংলাদেশ অ্যাক্রেটিডেশন কাউন্সিলের সহযোগী অধ্যাপক ড. রীতা পারভীন। নির্বাহী সদস্যরা হলেন- সাবেক যুগ্ম সচিব মো. আনিস উদ্দিন মিঞা, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য মো. শাহজাহান আলী মোল্লা, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র সচিব মো. আকতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আবদুল হক, পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, রাজউকের উপ পরিচালক নায়েব আলী, শরীয়তপুরের পুলিশ সুপার মো. সাইফুল হক, ডিএমপির উপ কমিশনার আশরাফুল ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালের ফটোগ্রাফার শাহ আজাদ মাহবুব বিপ্লব, সাবেক ব্যাংকার মো. মাহবুবুল ইসলাম, রাজশাহীর কর কমিষনার মো. নুরুজ্জামান খান, ব্যাংকার নজরুল ইসলাম মুন্সী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের পরিচালক নায়মা ইয়াসমীন এবং পানি সম্পদ মন্ত্রলাণলয়ের যুগ্ম সচিব আ. লতিফ মোল্লা।