- রাজশাহী
- দশমিনায় ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
দশমিনায় ছাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নিহত কলেজছাত্রী হাফসা। ছবি-সংগৃহীত
পটুয়াখালীর দশমিনার আলীপুর ইউনিয়নে কলেজছাত্রী হাফসাকে (২০) আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গত বুধবার দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- হাফসার ভাবি আয়শা বেগম নিপা ও ফকির নুরজাহান বেগমের স্বামী মনির সরদার। আটক দু'জনের তথ্যের ভিত্তিতে গতকাল হাফসার মোবাইল ফোনের রেকর্ড ও আগুন দেওয়ার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
হাফসার মেজ বোন মলিনা বেগমের স্বামী আলী হোসেন মৃধা বলেন, ওই দিন রাতে হাফসাকে গুরুতর আহত অবস্থায় দশমিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২২ জানুয়ারি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাফসার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানোর পর গত ২৭ জানুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ফকির নুরজাহান, পুত্রবধূ আয়শা বেগম নিপাসহ ছয়জনকে আসামি করে গত ২৯ জানুয়ারি হাফসার মা লুৎফুন্নেছা বেগম দশমিনা থানায় মামলা করেন।
দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মামলায় ছয়জনের নামসহ অচেনা আরও কয়েকজন আসামি করা হয়। দু'জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন