- রাজশাহী
- শিক্ষার্থীদের আন্দোলনে গ্রেপ্তার শিক্ষককে ছেড়ে দিল পুলিশ
শিক্ষার্থীদের আন্দোলনে গ্রেপ্তার শিক্ষককে ছেড়ে দিল পুলিশ

শিক্ষার্থীদের আন্দোলনে মুক্ত গোলাপগঞ্জের শিক্ষক দেবব্রত চৌধুরী - সমকাল
রাজধানীর বনানী থানার একটি মামলায় সিলেটের গোলাপগঞ্জের এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করার পর সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে সরকারি এম সি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গোলাপগঞ্জ মডেল থানার সামনে অবস্থান নিয়ে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষককে ছেড়ে দিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দেবব্রত চৌধুরী প্রতিষ্ঠানটির ইংরেজি শিক্ষক। বুধবার রাতে বনানী থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, শিক্ষককে বিটিআরসির একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটি প্রায় ৯ বছর আগের। তাকে 'মিথ্যা মামলায়' ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবার ও প্রতিষ্ঠানের শিক্ষকদের।
শিক্ষককে গ্রেপ্তারের ঘটনায় সড়ক অবরোধ করলে শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘণ্টাখানেক পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে শিক্ষক দেবব্রত চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ।
শিক্ষক দেবব্রত চৌধুরীর দাবি, এ মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ধরনের কোনো কাজে কোনো দিন জড়িত ছিলেন না। তাঁকে ফাঁসানো হয়েছে। তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
দুপুর ১২টার দিকে দেবব্রত চৌধুরী ছাড়া পেলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় সিলেট-জকিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে প্রতিষ্ঠানে ফিরে তিনি বক্তব্য দেন। এ সময় সবাইকে ধৈর্য ধারণের অনুরোধ জানান। তাঁকে মুক্ত করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সুজিত তালুকদার টিপু, পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল, শিক্ষক সুমন আহমদ, ওয়াহিদুজ্জামান লিটন প্রমুখ। বক্তারা শিক্ষককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
মন্তব্য করুন