- রাজশাহী
- চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪
চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা, আটক ৪

রাজশাহীতে চোর সন্দেহে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর সপুরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে তাদের আটক করা হয়।
নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন-নওগাঁর মান্দা উপজেলার সুগনিয়া গ্রামের সামাদের ছেলে রেজাউল করিম ওরফে আতাউর (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোলাম মোস্তফার ছেলে রাকিব (৩৫)।
আটককৃতরা হলেন-আব্দুল্লাহ (৩৮), তার শ্বশুর মাসরুম রেজা (৫০), চাচাতো শ্যালক মনির উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান হোসেন (২১)।
পুলিশের বোয়ালিয়া জোনের ডেপুটি কমিশনার আরেফিন জুয়েল জানান, আব্দুল্লার কারখানা সংলগ্ন বাড়িতে তারা নির্মাণ কাজ করছিলো। বাড়ি থেকে তাদের কিছু টাকা চুরির অপবাদ এনে দুপুরে রেজাউল ও রাকিবকে নির্যাতন করে। এসময় তাদের হাত-পায়ের নখ তুলে নেওয়া হয়। পুলিশ খবর পেয়ে রাতে ১০ টার দিকে আহত দুজনকে রামেক হাসপাতালে পাঠায় এবং জড়িত চারজনকে ঘটনাস্থল থেকে আটক করে।
তিনি আরও বলেন, রেজাউল ও রাকিবকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ ঘটনার খবর পেয়ে রাত ১ টায় বোয়ালিয়া থানায় ছুটে আসেন রাকিবের স্ত্রী সোমা ও রেজাউলের স্ত্রী নার্গিস। আহাজারি করতে করতে সোমা বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কীভাবে মারতে পারে?
তিনি বলেন, বিকেলে রাকিব ফোন করে বলেছিলো কেবা যেন বন্দি করে রাখছে। পরে ফোন কেড়ে নেয়। আর যোগাযোগ হয়নি। আমি এখন কিভাবে বাঁচবো? আমিও মরে যাবো। আমার দুই শিশু কন্যাকে কে দেখবে? কে খাওয়াবে? রাকিব ছাড়া আমার চাল ডাল কেনার কেউ নাই।
রেজাউলের স্ত্রী নার্গিস বলেন, আমার স্বামী সকাল সাতটায় কাজে বের হয়ে যায়। এরপর আর যোগাযোগ হয়নি। রাত ১০ টাতেও স্বামী না আসায় ফোন দেই। ফোন রিসিভ হয়না। তখন রাকিবের বউ এসে খোঁজ করে। আমি তখনো স্বামীর অপেক্ষায়। স্বামী চাল ডাল নিয়ে এলে রান্না করবো। তখন পুলিশ ফোন করে ডেকে নেয়। এখনো রান্না হয়নি। ছোট ছোট বাচ্চাদের খাওয়া হয়নি। চাল ডাল নিয়ে স্বামী আর ফিরে আসলো না। রান্না খাওয়াও হলো না। এখন শুনছি আমার স্বামীকে ওরা খুন করেছে। আমি এদের বিচার চাই।
মন্তব্য করুন