- রাজশাহী
- সিরাজগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ
সিরাজগঞ্জে সড়কে ঝরল দুই প্রাণ

দুর্ঘটনার পর স্থানীয়রা ভাঙচুর করেন বাস। ছবি: সমকাল
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত হয়েছেন। জেলা সদরের মালসাপাড়া কাটা-ওয়াপদা এলাকায় বাসের ধাক্কায় মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে মারা যান রিকশাচালক শরিফ হাসান (২৭)।
এছাড়া, সকালে চৌহালী উপজেলার খাস পুকুরিয়ার মোকারভাঙ্গা এলাকায় বালুবাহী ট্রলির ধাক্কায় আম্বিয়া খাতুন (৫৫) নামের এক নারী নিহত হন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহজাহান হোসের বলোর স্ত্রী।
সদর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার পর বাসটি ভাঙচুর করেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় মামলা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পলাতক।
অপরদিকে, চৌহালীর ওসি হারুন-অর-রশিদ জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন