- রাজশাহী
- কাগজের ঠোঙ্গার ওজন ২৫০ গ্রাম, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
কাগজের ঠোঙ্গার ওজন ২৫০ গ্রাম, দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি-সমকাল
বগুড়ায় কাগজের ঠোঙ্গাতে ওজন জালিয়াতি করায় দুই ফল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের কাঠালতলা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মাহে রমজানের প্রথম দিনে শহরের কাঠালতলা বাজারে অভিযান চালানো হয়। এই সময় রাজা ফল ভাণ্ডারের প্রোপাইটর মো. রাজাকে ৫ হাজার ও আলি ট্রেডার্সের প্রোপাইটর রফিকুলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উভয়েই খুচরা ফল ব্যবসায়ী।
অভিযানে দেখা যায়, ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙ্গার নিচে পৃথক কাগজ দিয়ে দেন তারা। যার ফলে ঠোঙ্গার ওজন হয় ১০০ থেকে আড়াইশ গ্রাম হয়ে যায়। এতে করে ক্রেতারা এক কেজির জায়গায় ৭৫০ গ্রাম পণ্য পান। অথচ দাম নেওয়া হয় এক কেজির। রাজা ফল ভাণ্ডার ও আলি ট্রেডার্সে এই জালিয়াতির প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন