চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠক ডেকেছে আওয়ামী লীগ। আজ শনিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

এর আগে চট্টগ্রাম-৮ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম গত সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ সময় মোট ২৫ জন আবেদন জমা দেন।

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন ২৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে এরই মধ্যে তপশিল ঘোষণা করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়।