- রাজশাহী
- ‘আমি মরি নাই, এখনও বেঁচে আছি’
‘আমি মরি নাই, এখনও বেঁচে আছি’

আবুল কাশেম
অবশেষে জীবিত হলেন উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের বৃদ্ধ আবুল কাশেম। নতুন জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পেয়েই বললেন ‘আমি মরি নাই। এখনো বেঁচে আছি’।
১৫ মাস আগে হালনাগাদ করা ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে ৭৪ বছর বয়স্ক আবুল কাশেমকে। এতে তার আগের পাওয়া জাতীয় পরিচয় পত্রটি বাতিল হয়ে যায়। চরম বিপদে পড়েন কাশেম। এই কার্ড ছাড়া কোন কাজই করতে পারছিলেন না।
ভূক্তভোগী আবুল কাশেম অভিযোগ করেন, ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদ করার সময় সংশ্লিষ্ট কর্মীরা তার নামটি মৃত ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। বিষয়টি তিনি জানতেন না। এরপর জমি সংক্রান্ত কাজ এবং বয়স্ক ভাতার কার্ড করতে গিয়ে বার বার ব্যর্থ হন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, নতুন ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে। এর পর তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে আবেদন জানান। নির্বাচন অফিস থেকে ভোটার তালিকা সংশোধন করে তাকে আবার জীবিত দেখিয়ে নতুন পরিচয় পত্র দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা দুঃখ প্রকাশ করে জানান, ভোটার তালিকা হালনাগাদ করার জন্য মাঠ পর্যায়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা যথাযথভাবে কাজ করেননি। এ কারণে কয়েকটি ভোটার আইডি কার্ডের সমস্যা হয়। তবে এ সব ভুলের ব্যাপারে যারা তার অফিসে যোগাযোগ করছেন দ্রুত সংশোধন করে নতুন এনআইডি কার্ড দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি তাদেরকে তদন্তের মাধ্যমে সনাক্ত করা হবে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।
মন্তব্য করুন