- রাজশাহী
- কর্মবিরতি প্রত্যাহার, চালু হল বেনাপোল-পেট্রাপোল বন্দর
কর্মবিরতি প্রত্যাহার, চালু হল বেনাপোল-পেট্রাপোল বন্দর

বেনাপোল-পেট্রাপোল বন্দরে দু'দিন ধরে চলা ভারতের পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া কর্মবিরতি আজ সোমবার প্রত্যাহার করা হয়েছে। পরে স্থলবন্দর দিয়ে পণ্য উঠানামা শুরু হয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অর্গানিক নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান তিন টন তেলাপিয়া মাছ ভারতে রপ্তানি করে। তেলাপিয়া মাছের ওই চালানের ভেতর থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বাংলাদেশি ট্রাকচালক সুশঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ সুব্রত রায় লাল্টুর বিরুদ্ধে মামলা করে বিএসএফ। এরপর সুশঙ্কর দাস ও লাল্টুকে পেট্রাপোল থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। এ ঘটনায় গত শনিবার থেকে পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্মবিরতি শুরু করে।
পেট্রাপোল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শাশাঙ্ক শেখর রাজা সমকালকে বলেন, রোববার দুপুরে বনগাঁর এমএলএ অশোক কৃত্তনিয়ার সভাপতিত্বে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কোন সমাধান না হওয়ায় আজ সোমবার সকালে পেট্রাপোল কাস্টমসে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আরেকটি বৈঠক হয়।
তিনি বলেন, বৈঠকে সমস্যার সমাধান হওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এরপর থেকে বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে।
মন্তব্য করুন