ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

নৌকার ভিড়ে ম্লান লাঙ্গল ও হাতপাখার প্রচার

রাজশাহী সিটি নির্বাচন

নৌকার ভিড়ে  ম্লান লাঙ্গল ও হাতপাখার প্রচার

নুরুজ্জামান খান, রাজশাহী

প্রকাশ: ০৩ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ জুন ২০২৩ | ০৫:২৯

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে প্রচারণা। নগরীর অলিগলি ছেঁয়ে গেছে মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের পোস্টারে। সঙ্গে সমানে মাইকিং করছেন প্রার্থীরা। মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন প্রচারণায় এগিয়ে আছেন। তিনি পুরোদমে নৌকার প্রচারণা চালালেও অন্য প্রার্থীরা করছেন ঢিমেতালে।

শুক্রবার প্রতীক বরাদ্দ পেয়েই নেতাকর্মী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লিটন। এর পর তিনি বাবা জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করেন। বাদ জুমা মসজিদের মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় ও বিকেলে আওয়ামী লীগ আয়োজিত প্রচারণায় অংশ নেন। গতকাল শনিবারও এ ধারা অব্যাহত রাখেন লিটন। এদিন নির্বাচনী ইশতেহার ঘোষণা ছাড়াও ১৪ দল আয়োজিত প্রচার মিছিলে অংশ নেন তিনি।

মেয়র পদের তিন প্রার্থী প্রচার শুরু করলেও সেটি নৌকার তুলনায় কম। প্রার্থীরা নগরীর বিভিন্ন এলাকায় লিফলেট, পোস্টার বিতরণের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ করছেন। গতকাল নগরীর আরডিএ মার্কেট এলাকায় হাতপাখার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুরশিদ আলম। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপনও লাঙ্গলের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

রাজশাহী নগরীর সর্বত্র নৌকার পোস্টার সাঁটানো হয়েছে। যতদূর চোখ যাবে, নৌকা প্রতীকই মিলবে। মাঝেমধ্যে অন্য প্রার্থীদের প্রতীক দেখা যাচ্ছে। যদিও তাঁরা প্রচারণায় পিছিয়ে মানতে নারাজ। পুরোদমে প্রচার চালাচ্ছেন বলে জানিয়েছেন।

হাতপাখার প্রার্থী মাওলানা মুরশিদ আলম বলেন, ‘প্রচারণায় পিছিয়ে নেই। প্রতীক পাওয়ার পর এ পর্যন্ত ১৫ হাজারের বেশি ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করেছি। পুরোদমেই কার্যক্রম চলছে। তবে এটি সত্য, ছোট দল হওয়ায় নৌকার তুলনায় আমাদের প্রচারও খাটো মনে হচ্ছে। শিগগির আমরা বড় শোডাউন করব।’

গোলাপ ফুল প্রতীকের প্রার্থী জাকের পার্টির লতিফ আনোয়ার জানান, প্রতীক পাওয়ার পর প্রচারণা চালিয়েছেন তিনি। দলের হাইকমান্ডের নির্দেশে ঢাকা অবস্থান করছেন। নেতাকর্মীরা কাজ করছেন। রাজশাহী ফিরেই জোরালো প্রচার শুরু করবেন বলে জানান।

আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। স্মার্ট রাজশাহী গড়ার পথে নবসূচনা হবে। সুন্দর নগরী গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা যে পরিকল্পনা নিয়েছি, নগরবাসী তা সাদরে গ্রহণ করেছে। সে জন্য প্রচারণায় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।

আগামী ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন। এতে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১২ ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪৬ কাউন্সিলর প্রার্থী লড়ছেন।

আরও পড়ুন

×