- রাজশাহী
- অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

পুলিশের হাতে আটক নুরুল আবছার - সমকাল
নুরুল আবছার (২৬) নামের ওই কিশোর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাংঙ্গা গ্রামের বাসিন্দা।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম রোববার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত ৩০ মে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় নুরুল আবছারকে কালো মাইক্রোবাসে করে টেকনাফ থেকে অপহরণ করে নিয়ে যায় কিছু লোকজন। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের তৎপরতা শুরু করে।
এর দু'দিন আগে কয়েকজন বন্ধুর সঙ্গে ঘুরতে যাওয়ার কথা বলে কক্সবাজার যায় ওই কিশোর। পরে বাবার কাছে ফোন করে ৭৪ হাজার টাকা আদায় করে সে। পরিবারকে জানানো হয়, ছেলেকে (আবছার) অপহরণ করা হয়েছে। তাকে জীবিত পেতে হলে আরও ৫ লাখ টাকা পাঠাতে হবে। পরে আবছারের মুখে কালো কাপড় পেঁচিয়ে তার পরিবারের কাছে কিছু ছবি পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, শুরুতে আবছারের বাবার কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। এরপর অবশ্য টাকার পরিমাণ কমানো হয়। বিষয়টি শুনে পুলিশ তার মোবাইল ট্র্যাক করে। প্রথমে তার অবস্থান কক্সবাজারে দেখা গেলেও পরে চট্টগ্রামে মরিয়াম হোটেলে তার অবস্থান শনাক্ত হয়। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।
ওসি আব্দুল হালিম জানান, নুরুল আবছার আত্মগোপনে গিয়ে বাবার কাছ থেকে অর্থ আদায়ের জন্য অপহরণের নাটক সাজায়। পুলিশের জিজ্ঞাসাবাদে সে দেনার জন্য অপহরণ ও মুক্তিপণের নাটক সাজানোর কথা স্বীকার করে।
আবছারের পরিবারে সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হবে বলে জানান ওসি আব্দুল হালিম।
মন্তব্য করুন