- রাজশাহী
- গুরুতর অনিয়মে প্রার্থিতা বাতিলসহ বন্ধ হবে ভোট: সিইসি
রাসিক নির্বাচন
গুরুতর অনিয়মে প্রার্থিতা বাতিলসহ বন্ধ হবে ভোট: সিইসি

সভায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: সমকাল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধির গুরুতর লঙ্ঘন করলে, পেশিশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থিতা বাতিলসহ ভোট বন্ধ করতে বাধ্য হবে নির্বাচন কমিশন।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে বুধবার মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজনে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।
সিইসি বলেন, নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। গুরুতর অনিয়ম করলে প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দ্বিধা করব না। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হবো।
মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলম ব্যালটে ভোট গ্রহণের দাবি জানান। আর ইভিএমে নিলে মেশিনের চিপস লাগানো, খোলাসহ অন্যান্য কাজে পোলিং এজেন্ট সঙ্গে রাখার দাবি জানান। জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ভোটাররা যেন অবাধে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তা চাই। জাকের পার্টির মেয়র প্রার্থী লতিফ আনোয়ার বলেন, ভোটাররা যেন ইভিএম সম্পর্কে বুঝতে পারেন, সে ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত থাকলেও কোনো কথা বলেননি।
সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন।
মন্তব্য করুন