পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় সুমাইয়া আক্তার মীম নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মুস্তাকিম (৭) ও তার চাচা ফজলুল হক গুরুতর আহত হন।

 বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের মান্দুলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীম ওই এলাকার মুনসুর আলীর মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মীম ও তার ছোট ভাইসহ চাচা ফজলুল হকের মোটরসাইকেলে স্কুল থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি সড়ক থেকে মোটরসাইকেলটি বাড়ির পথে যেতেই পিছন থেকে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মীম মারা যায়। আহত মুস্তাকিম ও তার চাচা ফজলুল হকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষুদ্ধ জনতা ঘন্টাখানেক সড়কে যানচলাচল বন্ধ ও কাভার্ড ভ্যানটি আটক করে। পরে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত মীমের চাচা আরিফ হোসেন জানান, মীমের বাবা মুনসুর আলী বর্তমানে পঞ্চগড়ে জেলহাজতে রয়েছেন। আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে ঘটনায় পুলিশের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে বাবাকে দেখতে যেতে স্কুল থেকে তরিঘড়ি করে তারা বাড়ি ফিরছিলেন। বাবাকে শেষ দেখার ইচ্ছেটিও পূরণ হলো না শিশুটির।

তেঁতুলিয়ার ভজনপুর হাইওয়ে পুলিশের এসআই শাহীন বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় মীম নামের এক স্কুলছাত্রী মারা যায়। এতে দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার জন্য দায়ী গাড়িটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।