- সাহিত্য ও সংস্কৃতি
- ভারতের 'ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভেলে' অংশ নিল 'ত্রিশূল'
ভারতের 'ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভেলে' অংশ নিল 'ত্রিশূল'
অনলাইন ডেস্ক |
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০
আপডেট: ০৪ জানুয়ারি ২০২০
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২০ । আপডেট: ০৪ জানুয়ারি ২০২০
অতিথিদের সঙ্গে ত্রিশূলের সদস্যরা -সংগৃহীত ছবি
ভারতের ছত্রিশগড়ের রায়পুরে গত ২৭-২৯ ডিসেম্বর তিন দিনব্যাপী ন্যাশনাল ট্রাইবাল ফেস্টিভেল-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনশিপের (আইসিসিআর) আমন্ত্রণে এতে অংশগ্রহণ করে বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’।
প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সাংস্কৃতিক অঙ্গনে অংশগ্রহণ করে নৃত্যের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি তুলে ধরে প্রশংসিত হয়েছে ‘ত্রিশূল’। এই অনুষ্ঠানে বিশ্বের ৬টি দেশ ও ভারতের ২৪টি রাজ্যের বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।
এতে উপস্থিত ছিলেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ ভারত সরকারের বিভিন্ন কর্মকর্তা।
এ বিষয়ে ‘ত্রিশূল’র প্রতিষ্ঠাতা তৃণা মজুমদার বলেন, মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশেকে তুলে ধরাই ছিলো আমাদের প্রধান উদ্দেশ্য।
এ সময় তিনি এমন একটি আন্তর্জাতিক ফেস্টিভেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য ‘ত্রিশূল’কে আমন্ত্রণ জানানোয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা দাস গাঙ্গুলি ও আইসিসিআরকে ধন্যবাদ জানান।
বিষয় : ত্রিশূল
মন্তব্য করুন