ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী মনন মুনতাকা

ফটোগ্রাফার মনন মুনতাকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৪:১৭ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৪:১৭
‘ফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার’ পেয়েছেন মনন মুনতাকা। ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’ শিরোনামের ফাইন-আর্ট ফটোগ্রাফির জন্য তিনি এই পুরস্কার অর্জন করেন।
গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের দিলু রোডে অবস্থিত ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী শফিকুল আলম কিরণ।

ফটোগ্রাফার মনন মুনতাকা জানান, ২০২১ সালে তিনি দিনাজপুর ভ্রমণ করেন। সে সময় থেকে উরাওঁ, মারোয়াড়ি ও বিহারিদের জীবন নথিভুক্ত করা। গত মার্চে তিনি কাজটি সম্পন্ন করেন। স্থির ও চলমান ছবি এবং অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে তাদের জীবনযাত্রা নথিভুক্ত করা হয়েছে। সেই কাজেরই শিরোনাম ‘টেক্সচার অ্যান্ড মিক্সচার’।
- বিষয় :
- পুরস্কার