বিজ্ঞানমনস্ক শিশু চায় ভোলার ‘পাঠশালা’

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ | ০৪:৩৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৩ | ০৪:৩৮
বইয়ের সঙ্গে বাঙালির সখ্য পুরনো। কিন্তু পছন্দের বই পেতে কমবেশি সব পাঠককে ভোগান্তি পোহাতে হয়। ঢাকার বাইরে চাহিদানুযায়ী বই পাওয়া তুলনামূলক কঠিন। ভোলায় এ সমস্যা সমাধানে গড়ে উঠেছে ‘পাঠশালা বুক সেন্টার’।
২০০৭ সালের ২১ ফেব্রুয়ারি ‘বাংলা স্কুল’ মোড়ে ছোট এক দোকানে অল্প কিছু বই নিয়ে শুরু। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে পরিধি। সবার কাছে বই পৌঁছে দেওয়ার পাশাপাশি শিশুদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে চায় এই বুকশপটি।
এ লক্ষ্য ‘অন্যরকম বিজ্ঞান’ বাক্স নামে ২০ থেকে ৫০ ধরনের এক্সপেরিমেন্ট করার মতো সায়েন্স কিট সংগ্রহে রয়েছে। অন্যদিকে, ধর্মীয় বইয়েরও বিশাল সমাহার রয়েছে।
নতুন লেখকের বই রিভিউয়ের মাধ্যমে প্রচার করে থাকে পাঠশালা। তরুণ লেখকদের প্রচারে গুরুত্ব দেয় বিশেষভাবে।
পাঠশালা বুক সেন্টার ভোলায় সবার কাছে বই পৌঁছে দেওয়া ছাড়াও সামাজিক সেবাকাজেও জড়িত। পাঠাগার তৈরিতে সহায়তার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে বই দিয়ে সমাজসেবায় দায়িত্ব পালন করে যাচ্ছে।
- বিষয় :
- বই