- সাহিত্য ও সংস্কৃতি
- অনলাইনে ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’র মোড়ক উন্মোচন
অনলাইনে ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’র মোড়ক উন্মোচন

মহামারির এই সময়ে লেখক-পাঠক-প্রকাশকের অংশগ্রহণে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হলো ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’ শীর্ষক কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানে পাঠকদের সঙ্গে আলোচনায় অংশ নেন কাব্যগ্রন্থটির কবি যোবায়ের শাওন, কবি ও চিত্রশিল্পী রাজীব দত্ত, কবি ও প্রকাশক মনিরুল মনির, তথ্যচিত্র নির্মাতা ও অনুবাদক আশফাকুল আশেকীন, বই বিপণন প্রতিষ্ঠান বেঙ্গল স্টোরিজের সিইও আল আমিন রুমী, সুরজিত সরকার, মাহমুদা স্বর্ণাসহ অংশগ্রহণকারী পাঠকবৃন্দ।
আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে অনলাইনেই মোড়ক উন্মোচন করা হয় বইটির।
একজন স্পর্শকাতর মানুষের বয়ানে মহামারিকালীন অস্থিরতা, ব্যক্তি ও সমাজের পারস্পারিক সম্পর্কের টানাপোড়েন, সামাজিক ও মানবিক সংকট প্রতিটি কবিতায় উঠে এসেছে। কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে খড়িমাটি প্রকাশনী। বইটি পাওয়া যাবে খড়িমাটির ফেসবুক পেইজ ও রকমারিতে। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য করুন