ফেসবুক স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'হত্যার হুমকি' দেওয়া শিক্ষার্থী ফয়সাল আহমেদকে সাময়িকভাবে বহিষ্কার করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুর রউফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল আহমেদ (আইডি ১৮পিএস১৪৫) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি হন। কিন্তু তিনি ১ম বর্ষ ১ম সেমিস্টার ও ১ম বর্ষ ২য় সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হন। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হওয়ার কথা থাকলেও ভর্তি হননি। এছাড়া তিনি ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অনাকাঙ্ক্ষিত স্ট্যাটাস দেন যাতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তার এ রকম রাষ্ট্রবিরোধী ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের প্রেক্ষিতে তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হলো।’

অন্যদিকে শিক্ষার্থীর বাবা আলমগীর মীনা দাবি করেছেন, তার ছেলে ২০১৪ সাল থেকে মানসিক রোগে ভুগছেন। তাকে মানসিক চিকিৎসক দেখানো হয়েছে। ওষুধ খেলে তিনি ভালো থাকেন। কিন্তু গত ১ মাস ধরে ওষুধ খাচ্ছে না।

প্রসঙ্গত, ১৬ জুন ওই শিক্ষার্থী তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলি করে হত্যার হুমকি দেন। বিষয়টি দেখে গত ২৩ জুন গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মো. মাসুদ রানা বাদী হয়ে সদর থানায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। 

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘ওই দিনই পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে সমস্ত আলামত জব্দ করে পুলিশ। ২৩ জুন তাকে কোর্টের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’