নবায়নযোগ্য জ্বালানি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফের লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে সিইপি বিভাগের উদ্যোগে বইগুলোর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রকাশিত বইগুলোর মধ্যে চারটি বই যুক্তরাজ্যের এলসিভিআর প্রকাশনার সায়েন্স এরেনা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। 

বইগুলো হলো- সাস্টেইনেবল অল্টারনেটিভ ফর অ্যাভিয়েশন ফুয়েলস, বায়োরিয়েক্টরস, মাইক্রোলগে কাল্টিভেশন ফর বায়োফুয়েলস প্রোডাক্টশন, লিগনোসেলুলোজিক বায়োম্যাস টু লিকুইড বায়োফুয়েলস। এছাড়াও গল্পে গল্পে গবেষণা নামের বইটি বাংলাদেশ রিসার্চ অ্যান্ড ইনোভেশন সোসাইটি (বিআরআইএস) থেকে প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে বইয়ের লেখক আবু ইউসুফ বলেন, বইগুলো মূলত পিএইচডি এবং গবেষণা করছে এমন শিক্ষার্থীদের জন্য লেখা। এছাড়াও স্নাতকে অধ্যায়নরত শিক্ষার্থীরা ওই বিষয় সংক্রান্ত কোর্সে সহায়ক বই হিসেবে পড়তে পারবে। বইগুলোর বিষয় নবায়নযোগ্য জ্বালানি।

এ ব্যাপারে শাবি উপাচার্য বলেন, অধ্যাপক আবু ইউসুফ এমন কাজে আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উৎসাহিত হবে। আমরা আশাবাদী এ ধরনের উদ্যোগ আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের শিক্ষার মান বাড়াবে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. মস্তাবুর রহমান, ফিজিক্যাল সায়েন্সসের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার, অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোস্তাক আহমেদ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মহিবুল আলমসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।