- সাহিত্য ও সংস্কৃতি
- বিশজন বিশিষ্ট ব্যবসায়ীর কথা নিয়ে আসছে ‘থিঙ্ক লাইক সিইওস’
বিশজন বিশিষ্ট ব্যবসায়ীর কথা নিয়ে আসছে ‘থিঙ্ক লাইক সিইওস’

ফেসবুক লাইভ সিরিজ ‘দ্য চিফ এক্সিকিউটিভ শো’- এ দেশের ২০ জন বিশিষ্ট ব্যবসায়ীর মন্তব্য ও পরামর্শ নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘থিংক লাইক সিইওস’ বইটি।
ডেইলি স্টার বুকস থেকে প্রকাশিত বইটিতে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২০ জন প্রধান নির্বাহী কর্মকর্তার সাক্ষাৎকার ছাপা হয়েছে।
কর্পোরেট জগতে একজন প্রধান নির্বাহী কর্মকর্তার কর্মপরিধির পাশাপাশি তার ব্যবস্থাপনা কৌশল ও নিজ দলকে সঠিকভাবে পরিচালনা করে নতুন নতুন আইডিয়া কিভাবে বের করে আনা যায় সে সম্পর্কে বিষদ আলোচনা করা হয়েছে।
সঙ্কটময় মুহূর্তে প্রতিষ্ঠান পরিচালনা ও ব্যবসায়িক ঝুঁকি মোকাবেলার কলাকৌশল নিয়েও এতে আলোকপাত করা হয়েছে।
বইটির সহ-লেখক মো. তাজদীন হাসান বলেন, আমাদের স্থানীয় ব্যবসায়িক নেতাদের গল্প ও তাদের ক্যারিয়ারের কেস স্টাডিগুলো আমরা এই বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি।
ব্যাট বাংলাদেশ, শেভরন, রবি, এবং ডিএইচএলে দীর্ঘদিন কর্মরত থাকার পর তাজদীন হাসান মার্কিন স্টেট ডিপার্টমেন্টে মর্যাদাপূর্ণ আইভিএলপি এক্সচেঞ্জ প্রোগ্রামের সদস্য হিসেবে নিযুক্ত হন। এখন তিনি ডেইলি স্টারের চিফ স্ট্র্যাটেজি এবং ডিজিটাল ট্রান্সফরমেশন অফিসার হিসেবে কর্মরত।
বইটির আরেকজন লেখক হলেন, ডেইলি স্টারের ব্যবসা বিভাগের প্রধান ও ‘দ্য চিফ এক্সিকিউটিভ শো’- এর উপস্থাপক শুভাশীষ রায়।
‘থিংক লাইক সিইওস’ বইটি আগামী সোমবার প্রকাশিত হবে। অনলাইন বুকশপ রকমারি ডটকমে বইটি প্রি অর্ডার করা যাবে।
মন্তব্য করুন