ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

৫০ নাট্যকর্মীকে সম্মাননা দিল এথিক

৫০ নাট্যকর্মীকে সম্মাননা দিল এথিক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২২ | ০২:৩৭ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২২ | ০২:৩৭

বিজয়ের ৫০ বছর উপলক্ষে ৫০টি নাট্য সংগঠনের ৫০ জন তরুণ নাট্যকর্মীকে সম্মাননা দিয়েছে নাট্যদল এথিক।

৪ জানুয়ারি সন্ধ্যায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে মঞ্চকর্মীদের এক মিলনমেলা বসে। সম্মাননা পাওয়া ৫০ তরুণ নাট্যকর্মীর সঙ্গে এসেছিলেন দলপ্রধানসহ কর্মীরা।

অতিথিরা বলেন, তরুণ নাট্যকর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার এথিকের এই সৃজনশীল প্রচেষ্টা দেশের মঞ্চ নাটকের ক্ষেত্রে নতুন জোয়ার সৃষ্টি করবে।

সম্মাননা পাওয়া নাট্যকর্মীরাও বললেন, এথিক আমাদের প্রেরণা দিল। সে জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

নাট্যজন আতাউর রহমান, লিয়াকত আলী লাকী ও লাকী ইনাম সম্মাননা প্রাপ্ত তরুণদের হাতে এথিক সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এথিক সভাপতি রেজানুর রহমান। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন নাট্য দলটির সাধারণ সম্পাদক অপু শহীদ।

নাট্যজন আতাউর রহমান বলেন, আমাদের  দেশের তরুণরা অনেক মেধাবী। তাদের জন্য সঠিক দিক নির্দেশনা প্রয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী বলেন, তারুণ্যই মঞ্চের শক্তি। মঞ্চের তরুণ কর্মীদের সম্মননা দিয়ে একটি মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছে এথিক।

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, মঞ্চ নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে এ উদ্যোগ প্রেরণা যোগাবে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রেজানুর রহমানের লেখা ও নির্দেশনায় এথিক এর নতুন নাটক ‘আয়নাঘর’ মঞ্চস্থ হয়।

যারা পেলেন এথিক সম্মাননা—

রবিন বসাক থিয়েটার (বইেলী রোড), তাজউদ্দিন তাজু আরণ্যক নাট্যদল, শরিফ হাসান চৌধুরী সৌদ ঢাকা থিয়েটার, মূসা রুবেল লোক নাট্যদল (সিদ্ধেশ্বরী), শরীফ হোসেন ইমন নাট্যকেন্দ্র, কামরুজ্জামান রনি নাগরকি নাট্যাঙ্গন বাংলাদেশ, ফারজানা নাসরিন নূরী নাট্যচক্র, মারজিয়া জাবিন তন্বী ঢাকা পদাতিক, নুরুজ্জামান বাবু থিয়েটার আর্ট ইউনিট, তানজি কুন প্রাচ্যনাট, মোহাম্মদ জুয়েল প্রাঙ্গণেমোর, হোসাইন নিরব দেশ নাটক, মৌসুমী আক্তার সময়, মুনিরা রহমান অবনী পালাকার, তাজুল ইসলাম রুবেল নাগরকি নাট্যাঙ্গন অনসাম্বল, মিহাজুল হুদা দীপ লোক নাট্যদল (বনানী)।

সোনালী রহমান জুলি স্বপ্নদল, সাকিল সিদ্ধার্থ অনুস্বর, ইভান রিয়াজ বট তলা, প্রিয়া রানী দাস দৃষ্টিপাত নাট্যদল, মোস্তাফিজুর রহমান সুমন বাংলাদেশ থিয়েটার, মীরন উদ্দিন আলফা শব্দ নাট্যচর্চা কেন্দ্র, রহিসুল ইসলাম তমাল নাট্যধারা, মামুন আব্দুল্লাহ পদাতিক নাট্য সংসদ (বাংলাদেশ), ইকরামুল ইসলাম পদাতিক নাট্য সংসদ (টিএসসি), পলি বশ্বিাস মহাকাল নাট্য সম্প্রদায়, আজরা জেবিন তুলি থিয়েটার (তোপখানা),  মুহাম্মদ ফজলুল হক রাসেল সুবচন নাট্য সংসদ, সাজ্জাদ হোসনে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী, শহিদুল ইসলাম খোকন সংলাপ গ্রুপ থিয়েটার, হলুদ পুতুল  সুষম নাট্য সম্প্রদায়, আজমরিা কান্তা মিরা শৌখনি থিয়েটার, মহসিনা আক্তার র্স্পধা, মাহমুদুল হাসান মাসুম চন্দ্রকলা থিয়েটার, শফালি কুসুম মুক্তালয় নাট্যাঙ্গন।

ওমর সুলাইমান রাজিব ঢাকা নান্দনিক, অরূপ রতন আচার্য ঢাকা মঞ্চ, খোরশেদ আলম ইমন রঙ্গনা নাট্যগোষ্ঠী,  মোতাসিম বিল্লাহ আদিত্য দৃশ্যপট, ফয়সাল মাহমুদ বাতিঘর, নজরুল ইসলাম সোহাগ থিয়েটার ৫২, বিবি ফাতেমা কানিজ নৈবেদ্য থিয়েটার, শামীমা আক্তার মুক্তা মেঠোপথ থিয়েটার, এনামতারা সাকী কিসসা কাহিনী, হুমায়রা আনজুম আরিনা অনুরাগ থিয়েটার, হাসানুজ্জামান খান থিয়েটার ফ্যাক্টরী, সাজিদুর রহমান শুন্যন রেপাটরি, শুভাশীষ দত্ত তন্ময় নাট্যম রেপাটরি, বাবুল হোসেন গ্রন্থিক নাট্যগোষ্ঠী, আরিফুল ইসলাম এম্পটি স্পেস।

আরও পড়ুন

×