নাটকের দল এথিক শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের দর্শকনন্দিত হাসির নাটক 'হাঁড়ি ফাটিবে'। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় এটি। উৎপল দত্ত রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন অপু শহীদ।

সমাজপতিরা চিরকালই নানা ধরনের জঘন্য অপরাধ করে। মুখোশধারী সমাজপতিদের হাঁড়ির গোপন তথ্য ফাঁস করে দেওয়ার গল্প আছে এই নাটকে। এতে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের অপ্রকাশিত অপরাধ উন্মোচন করা হয়েছে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পথিক পলাশ, এনামুল মীর, ইমতিয়াজ আসাদ, উম্মে হাবিবা মায়া, সূকর্ণ আহমেদ, রবিউল হাসান রুবেল, মনি কানচন, শ্রাবণ, কাজী প্যারিস, জিএম সালাহউদ্দিন, রিমন, রাতুল মীর, মিন্টু সরদার প্রমুখ।

একই সময়ে নাটক সরণিখ্যাত বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়ন হয়েছে বটতলার নাটক 'রাইজ অ্যান্ড শাইন'। ইতালির নাট্যকার যুগল দারিও ফো এবং ফ্র্যাঙ্কা রামে রচিত ও অধ্যাপক আবদুস সেলিম রূপান্তরিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন ম. সাঈদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী রোকসানা রুমা, তৌফিক হাসান ভূঁইয়া, হাফিজা আক্তার ঝুমা, শাহনেওয়াজ ইফতি প্রমুখ।

'প্রাণে প্রেমে নজরুল' :গান ও আলোচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথকে স্মরণ করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন রবীন্দ্র ভারতী প্রাক্তনী। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এতে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

'প্রাণে প্রেমে নজরুল' শীর্ষক অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৌমিত্র শেখর। সংগঠনের আহ্বায়ক ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমত আলী।