'নতুন ধানের চিড়া কুটি/ নতুন ধানের খই/ নতুন ধানের ভাত রেঁধেছি/ পড়শিরা সব কই গেলি রে...।' আজ পহেলা অগ্রহায়ণ। বছর ঘুরে আবারও এলো নবান্ন উৎসব। এ উৎসব ঘিরেই বাংলার লোকসাহিত্যে আছে নানা কাব্য। এ সময়ে বাংলার প্রকৃতি হলুদ-সবুজে একাকার। সোনালি ধানের প্রাচুর্য। আনন্দধারা কৃষকের মন-প্রাণে। বাড়ির উঠানে নতুুন ধানের ম ম গন্ধ। সব মিলিয়ে পিঠাপুলির উৎসবে আনন্দমুখর হয়ে উঠবে বাংলার জনপদ।

নবান্ন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শস্যোৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব আচার-অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন।

জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে আজ আয়োজন হবে জাতীয় শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে 'নবান্ন উৎসব-১৪২৯'। সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে আনন্দ আয়োজন।