- সাহিত্য ও সংস্কৃতি
- দুয়ার প্রকাশনীর বর্ষপূর্তিতে বই পড়া নিয়ে আলোচনা ও লেখক আড্ডা
দুয়ার প্রকাশনীর বর্ষপূর্তিতে বই পড়া নিয়ে আলোচনা ও লেখক আড্ডা
ছবি: সমকাল
দুয়ার প্রকাশনীর বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘বই পড়া কেন জরুরি’ শীর্ষক আলোচনা ও লেখক আড্ডা হয়েছে। শুক্রবার বিকেলের অনুষ্ঠানে ভারতের মুর্শিদাবাদের লেখক আলিমুজ্জান, মুক্তিযুদ্ধ গবেষক মোস্তফা হোসেইন, সাংবাদিক ও গবেষক কাজল রশীদ শাহীন, কবি ও গবেষক ইমরান মাহফুজ এবং লেখক ডা. সাকিরা নোভা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন প্রকাশনা সমিতির সদস্য খান মাহবুব।
দুয়ার প্রকাশনীর ‘ধূসর বসন্ত’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে আলী ইসলাম মুমেনের থ্রিলার উপন্যাস ‘অজ্ঞাত সংকল্প’ বইয়ের প্রচ্ছদ উন্মোচনও করা হয়; যা আগামী একুশে বইমেলায় প্রকাশ হবে। এছাড়াও দুয়ার প্রকাশনীর সেরা লেখক ও বেস্ট সেলার লেখকদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুয়ার প্রকাশনীর কর্ণধার এম হৃদয় হোসেন।
মন্তব্য করুন