- সাহিত্য ও সংস্কৃতি
- আমি অশ্লীল
আমি অশ্লীল

চলমান সভ্যতার
সবটুকু আধুনিকতা
মেনে নিয়েও, তুমি বলছো-
আমি অশ্লীল, স্পর্শে ছিল পাপ!
প্রযুক্তির কাঁধে ভর দিয়ে
গোপনে তুমিও ডোবো
নীল দুনিয়ার গাঢ় সুখে।
তখন কি তুমি নিজেকে
বিন্দুমাত্র বঞ্চিত করো
কাঙ্ক্ষিত সুখ থেকে...?
তোমাকে ছুঁয়েছিলাম
ভালোবাসায়, মমতায়।
ছুঁয়েছিলাম প্রেমে ও যত্নে।
হ্যাঁ...আমিই তোমাকে
ছুঁয়েছিলাম।
বিশুদ্ধ শারীরিক কামনায়।
আঙ্গুলের স্পর্শ ছিলো
শ্বাস-প্রশ্বাসের গরম ভাপ ছিলো
ছিলো ঘেমে যাওয়া শরীরের গন্ধ।
অথচ আমি অশ্লীল।
আমার অস্তিত্ব অবৈধ।
মন্তব্য করুন