- সাহিত্য ও সংস্কৃতি
- অল্প সময়ে ডলারের মূল্যে অসামঞ্জস্য দূর হবে
অল্প সময়ে ডলারের মূল্যে অসামঞ্জস্য দূর হবে

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির যে স্বপ্টম্ন দেশ দেখছে, তা বাস্তবায়নে অনেকটাই এগোনো সম্ভব হয়েছে। বাংলাদেশের মতো সারাবিশ্বের ব্যাংকাররা মূল্যস্টম্ফীতি
নিয়ন্ত্রণে নির্ঘুম রাত কাটাচ্ছেন। ডলারের বিনিময় মূল্য বাড়ছে। তবে অল্প সময়ের মধ্যে এই অসামঞ্জস্য দূর হবে। দেশে আর্থিক খাতে সুশাসন ও দক্ষতা বাড়িয়ে মূল্যস্টম্ফীতির চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ চলছে।
গত রোববার রাজধানীর হোটেল শেরাটনে দু'দিনব্যাপী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন। প্রথমবারের মতো আন্তর্জাতিক এই সম্মেলনটির আয়োজন করে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। গতকাল আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের মেমসিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জবিহওল্যাহ রেজাই, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. হামিদ উল্লাহ ভূঁইয়া, আইসিএবির সভাপতি মো. মনিরুজ্জামান, আইসিএমএবির সভাপতি মো. আবদুর রহমান খান, বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. এম হারুনুর রশিদ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে রেমিট্যান্স ও রপ্তানি আয় কমে যাওয়ায় দেশের অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে পড়ে। ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে আমদানির আড়ালে যে অর্থ পাচার শুরু হয়েছিল, তা প্রতিরোধ করা গেছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতার কারণে। আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে শুল্ক্ক ফাঁকি দেওয়াও প্রায় নিয়ন্ত্রিত হয়েছে।
তিনি বলেন, অপ্রয়োজনীয় আমদানি হ্রাস, সঠিক মূল্যে পণ্য আমদানি, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, অর্থ পাচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় আর্থিক খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বর্তমানে আমাদের যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে কমপক্ষে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, যা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের বলিষ্ঠ পদক্ষেপের জন্য।
সম্মেলনে বিভিন্ন টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক মো. মহিউদ্দিন খান, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. ভবতোষ ব্যানার্জি, বিইউবিটির ডিন অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেন, ইন্ডিয়ান নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সমিরেন্দ্র নাথ ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মাহফুজুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
মন্তব্য করুন