- সাহিত্য ও সংস্কৃতি
- এসে গেল মুরাদ কিবরিয়ার উপন্যাস ‘নিনাদ’
এসে গেল মুরাদ কিবরিয়ার উপন্যাস ‘নিনাদ’
-samakal-63f3e594235c2.jpg)
নিনাদ উপন্যাসের প্রচ্ছদ
মুরাদ কিবরিয়ার দীর্ঘ আখ্যানধর্মী উপন্যাস ‘নিনাদ’ প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে দুয়েন্দে পাবলিকেশন্স।
সংঘাত আর সংঘর্ষের জেরে কৈশোরে বাড়ি থেকে পালিয়ে পৃথিবীর পথে বেরিয়ে পড়া এক মানুষের আশ্চর্য ঘটনাবহুল জীবনের কাহিনী ‘নিনাদ’। আখ্যানটির প্রধান চরিত্র আব্দুর রশিদ—ভঙ্গুর অথচ সাহসী, আধ্যাত্মিক ও দার্শনিক জিজ্ঞাসায় সদাতাড়িত, দু:খজর্জর অথচ ধ্যানী—চমকপ্রদ, কৌতূহল জাগানিয়া এক চরিত্র। সময়ের ঘুর্ণিতে পাক খেতে খেতে, হতবিহ্বল রশিদের সঙ্গে দেখা মেলে বহুবর্ণিল, অবিস্মরণীয় কিছু নারী ও পুরুষের। উজ্জ্বল এইসব চরিত্রের মিথস্ক্রিয়ায় উপন্যাসজুড়ে বেজে চলে নৈশব্দ্যের নিনাদ; যা –রশিদের মতো— পাঠককেও করে তোলে ঘোরগ্রস্ত। স্মৃতি, প্রিয়-অপ্রিয় মানুষ আর অপ্রত্যাশিত ঘটনার স্রোত তাকে তাড়া করে, প্রতিনিয়ত ভাসিয়ে নিয়ে যায়; অথচ আপাত নিষ্ঠুর কিন্তু দেবশিশুর মতো কোমল আব্দুর রশিদ প্রেম-অপ্রেম, প্রতিশোধ, প্রত্যাখান এবং যুদ্ধের ভেতর এগিয়ে যেতে যেতে যেন আটকা পড়ে যায় এক অলঙ্ঘণীয় নিয়তির ভেতর।
লিরিক্যাল, অথচ গতিশীল ও প্রাঞ্জল এক গদ্যভাষায় রচিত উপন্যাস নিনাদ। চরিত্র আর কাহিনীর নিখুঁত বুননে পাঠককে শুরু থেকে শেষপর্যন্ত মন্ত্রমুগ্ধ করে রাখার সমস্ত আয়োজন এই উপন্যাসে আছে।
অমর একুশে বইমেলায় উপন্যাসটির পরিবেশক হিসেবে আছে ধ্রুবপদ প্রকাশনী (স্টল নম্বর ১৪৩-১৪৪)। এছাড়াও বইটি পাওয়া যাবে রকমারি ও দরবারে মীরসহ নানা অনলাইন-অফলাইন বুকশপে। প্রচ্ছদ এঁকেছেন শফিক শাহীন। বইটির মুদ্রিত মূ্ল্য ৫০০ টাকা, বইমেলা উপলক্ষ্যে ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ৩৭৫ টাকায়।
মন্তব্য করুন