- সাহিত্য ও সংস্কৃতি
- এবার ৪ জেলায় বাংলা কিউআর
এবার ৪ জেলায় বাংলা কিউআর

নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস সোসাইটি গঠনের লক্ষ্যে চালু হওয়া ‘বাংলা কিউআর’ এবার ঢাকার বাইরে চারটি জেলায় যাচ্ছে। আগামী ২০ মার্চ গোপালগঞ্জ, গাজীপুর, রাজশাহী ও নাটোরে এ ব্যবস্থায় লেনদেন শুরু হবে।
রোববার এ বিষয়ে একটি প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ১৮ জানুয়ারি ঢাকার মতিঝিলে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু হয়। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় বাংলা কিউআর ব্যবস্থা চালু হবে।
বাংলা কিউআর (কুইক রেসপন্স) হলো, দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি কমন প্ল্যাটফর্ম। বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় এ প্ল্যাটফর্মে যুক্ত যে কোনো ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের গ্রাহক একে অন্যকে মূল্য পরিশোধ করতে পারেন। বড় শপিং মল ছাড়াও এখন পাড়া-মহল্লার মুদি দোকান, যে কোনো রেস্তোরাঁ এমনকি ফুটপাতের দোকানেও কিউআরে মূল্য পরিশোধ করা যাবে। ক্রেতার দেওয়া টাকা সরাসরি তাঁর অ্যাকাউন্টে জমা হবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সমকালকে বলেন, ক্যাশলেস লেনদেন উৎসাহিত করতে ঢাকার পর চারটি জেলার আটটি উপজেলায় বাংলা কিউআরে লেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। লেনদেনে স্বচ্ছতা বাড়ানো, ঝুঁকিমুক্ত করা, কম খরচ ও দ্রুত করতে এ ব্যবস্থা প্রবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।
মন্তব্য করুন