রাজধানীর মোহাম্মদপুর। ঘড়ির কাঁটা জানান দিচ্ছিল তখন সন্ধ্যা ৭টা কি সাড়ে ৭টা। রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারের বিপরীতে ফ্যাশন হাউস কে-ক্র্যাফটের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টারের শুভসূচনা হলো। ১১ মার্চ সেখানের ছয় তলায় আয়োজন করা হয়েছে আসছে ঈদ পোশাকের ফ্যাশন শো। সানজিদা হক আরেফিন লুনার কোরিওগ্রাফিতে দেশসেরা মডেলদের অংশগ্রহণে ফ্যাশন শোতে উৎসবমুখী পোশাকের ১১টি কিউতে প্রদর্শিত হলো ৫০টি নতুন ডিজাইনের পোশাক। ডিজাইন, মোটিফ ও প্যাটার্নে রয়েছে ভিন্নতা।

ফ্যাশন শোর এক পর্যায়ে কে-ক্র্যাফটের স্বত্বাধিকারী খালিদ মাহমুদ খান জানান,  নতুন এক্সপেরিন্স সেন্টারে বছরজুড়ে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। জীবনযাপনকে সুন্দর করা, শিশুদের মনোবিকাশ, নতুন সৃজনশীল প্রতিভাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

ঈদ আয়োজনে যা থাকছে: মোটিফের সঙ্গে মিলিয়ে নানা রঙের ফেব্রিক ও স্টাইলের সমন্বয় সমৃদ্ধ করেছে কে-ক্র্যাফটের এবারের ঈদ আয়োজন। কে-ক্র্যাফট ডিজাইনার গ্রুপ নানা মোটিফে ফুটিয়ে তুলেছে সময়োপযোগী ও আধুনিকতার আদলে। এবারের ঈদ আয়োজনে রয়েছে ট্র্যাডিশনাল ক্ল্যাসিক, রেট্রো, ফিউশন, এ লাইন, আংরাখা, বক্স প্লিটেডসহ বৈচিত্র্যময় নানা প্যাটার্নের সালোয়ার-কামিজ, ডাবল লেয়ারড সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, ডাবল লেয়ারড কুর্তি, টিউনিক, কাফতান, প্যান্টসহ টপস, টপস-স্কার্ট। এ ছাড়া ঈদকে সামনে রেখে শাড়ির বৈচিত্র্যপূর্ণ ডিজাইনের বড় আয়োজন থাকছে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু এডিশনে নানা মিডিয়ার ব্যবহার সবার দৃষ্টি কাড়বে।

ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে-ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এ ছাড়া পাওয়া যাবে শেরওয়ানি, কটি, স্মার্ট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, ফতুয়া ও পোলো শার্ট। মেয়েশিশুদের জন্য উৎসবভিত্তিক পোশাকে থাকছে সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, টপস, পার্টি ড্রেস ও লেহেঙ্গা সেট। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি, শেরওয়ানিসহ নানা আয়োজন। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফেব্রিক এবং রঙের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাটার্নে ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে।

ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ মা ও মেয়ের মিলিয়ে পরার মতো সালোয়ার-কামিজ, কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি, শেরওয়ানি, কটি, শার্ট। এ ছাড়া যুগলদের জন্য থাকবে বিশেষ পোশাক।

অর্নামেন্টেড ফ্লোরাল, প্লামেরিয়া, মাড আর্ট, ওয়াটার লিলি, বেসিক রান স্টিচ, ডট ম্যান্ডালা, কাতান, আলাম, মোগল আর্চ, কাশ্মীরি মোটিফের অনুপ্রেরণায় এবারের বিভিন্ন সিরিজের পোশাক। এ ছাড়া জ্যামিতিক, ফ্লোরাল, ট্র্যাডিশনাল, জামদানি, কাঁথা স্টিচ, ট্রাইবাল, ট্র্যাডিশনাল পেইসলে, এথনিক, তাগা, ম্যান্ডালা, মিক্সড, গ্রিক আর্চ, অ্যারাবিক, টার্কিশ আর্ট, ইসলামিক মোটিফে তৈরি হয়েছে এবারের পোশাক।

পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে সঙ্গে আরামদায়ক বিষয়টি মাথায় রেখে ফেব্রিক হিসেবে নেওয়া হয়েছে– কটন, ডিজাইন্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, চিনিগুঁড়া কটন, লিনেন, টিস্যু, জর্জেট, সিল্ক, ধুপিয়ান সিল্ক, হাফসিল্ক, সামু সিল্ক, মম সিল্ক, ক্রিস্টাল সিল্ক, পেপার সিল্ক, মসলিন, কোটা মসলিন, টু-টোন, স্যাটিন, অরগাঞ্জা। পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাইডাই মিডয়ার ব্যবহার করা হয়েছে।

রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মেরুন, রেড, ক্রিমসন রেড, পেস্ট, ব্ল্যাক, টারকুইস, নেভি, অরেঞ্জ, বার্ন অরেঞ্জ, পিচ, লাইট পিঙ্ক, অ্যাশ, অলিভ, গ্রিন, অ্যাকুয়া গ্রিন, ভায়োলেট, ল্যাভেন্ডার, ব্রাউন, অফ হোয়াইট, ইন্ডিগো, ম্যাজেন্টা, মাস্টার্ড ইয়েলোসহ বিভিন্ন রং। আরামদায়ক, সময়োপযোগী ও উৎসবধর্মী এই আয়োজন সবার থেকে আপনাকে বিশেষ করে তুলবে।

কে-ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সব শোরুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজনের পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।

বিষয় : কে-ক্র্যাফট পোশাক প্রদর্শনী

মন্তব্য করুন