‘তিন দশকের কবিতায় অর্জন ও বিসর্জন’ নিয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হবে। অনলাইন ম্যাগাজিন ‘পরস্পর’র আয়োজনে শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশে এ আড্ডা অনুষ্ঠিত হবে। 

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি ফরিদ কবির, কবি চঞ্চল আশরাফ ও কবি কাজী নাসির মামুন। সঞ্চালক হিসেবে থাকবেন কবি কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কবি সেঁজুতি জাহান।

অনুষ্ঠানের বিষয়ে পরস্পরের সম্পাদক সোহেল হাসান গালিব বলেন, ১৯৮০ থেকে ২০১০ পর্যন্ত তিন দশকের কবিতা নিয়ে বছরব্যাপী আলোচনা ও আড্ডার আয়োজন করা হয়েছে ‘পরস্পর’ ওয়েবজিনের উদ্যোগে। সেই ধারাবাহিকতায় এটি দ্বিতীয় অনুষ্ঠান।  

তিনি বলেন, ২০২৪-এর বইমেলায় কবি চঞ্চল আশরাফের সম্পাদনায় প্রকাশিত হবে ‘তিন দশকের নির্বাচিত কবিতা’। বইটি প্রকাশ করবে ‘আদর্শ’ প্রকাশনা সংস্থা।