- সাহিত্য ও সংস্কৃতি
- বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে বিদেশি শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবসে বিদেশি শিশুদের আঁকা চিত্র প্রদর্শনী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে বিদেশি শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
'বিশ্বময় বঙ্গবন্ধু' শিরোনামের এ অনুষ্ঠানে ভারত, চীন, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, অস্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়ার প্রায় দুইশ' শিশু অংশগ্রহণ করে।
ডিপিএস স্কুলের ইংরেজি শিক্ষক ইমরান জামশেদ তাহেরের সঞ্চালনায় ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি ইয়াসিন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, কিশোর বাংলার সম্পাদক ও মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররফ হোসেন পাকবীর, উপদেষ্টা হারুন রশিদ আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল সোবহান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কর্ম ও জীবনী থেকে তরুণ প্রজন্মের শিক্ষা নেওয়া উচিত। কারণ বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তির নাম নয়, তিনি এখন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন।
ড. মনোরঞ্জন ঘোষাল বলেন, বঙ্গবন্ধু না হলে মুক্তিযুদ্ধ হতো না। আর মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মই হত না। তাই বাংলাদেশ নামের সাথে বঙ্গবন্ধু সরাসরি জড়িত। বাঙালির মুক্তির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বঙ্গবন্ধু।
পরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ, শিশু-কিশোর ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।
মন্তব্য করুন