নিষ্ঠুর জীবনের হাত ধরে পথ চলতে গিয়ে
বিন্দু বিন্দু শিশিরের মতো পথ চলি বারবার
কখনও পিছলাতে হয়, হোঁচট খেয়ে পড়ে
কখনও মিথ্যার আড়ালে চাপা পড়ে যায় সত্য
কখনওবা প্রকাশ পায় না সত্যি ঘটনা।
প্রবল বেগে ঝড় ওঠে, প্রশমিত হয় মৃদু বাতাসে
প্রচণ্ড বানে ভেসে যায় সকল মিথ্যার জীর্ণতা।
জীবন সংসারে ব্যথার সাথে খেলা করে ভালোবাসা।
সম্পর্কে ফাটল ধরে দীর্ঘ দেয়াল ওঠে, দূরত্ব বাড়ে।
আবার সময়ের প্রয়োজনে মিলে যায় জীবনের নিয়মে।

বিষয় : কবিতা

মন্তব্য করুন