অনুচ্চারিত শক্ত গালি বইয়ে যাচ্ছে,
অক্ষমতা, অযোগ্যতায় পূর্ণ আমার
আত্মা– সন্দেহাতীত গালির যোগ্য;
আকণ্ঠ পাপে নিমজ্জিত মন-মনন,
তবুও অনুশোচিত হয় না বরং তীব্র
মর্যাদাবোধে থেকে মানুষটির চিৎকার
উপেক্ষা করে কানে ঝংকার তোলে
পাটনাই বাদ্য, জাকিরের গজল আর
নোরা ফাতেহি!
আমার মৃত্যু হয়ে গেছে! মরণের আগে
মৃত্যুর স্বাদ তৈরি করেছে ব্যস্ততা
আর কালচারের নামে আলসারের ব্যথা।
ব্যথার তীব্রতায় শয়তানের ভাগাড়ের মতো
জগৎ পূর্ণ হতে দেখি– পচা গালির স্তরে!

বিষয় : কবিতা

মন্তব্য করুন