প্রিয় অংশু,
যখন আমার সকল কথা ছুটি নিয়েছে
নিঃস্ব করে বুকের উঠোন,
খুব একটা তুমির লোভে
হুহু করে কেঁদে ওঠে মন!
কোন ছকে মাপি তারে, কোন বাটখারায়!
অদৃশ্য শেকলে বাঁধা পড়ে অনুভব।
জানি তুমিও ভাবো আর নিক্তি দিয়ে
ওজনে বসাও আমার অন্তর অন্দর।
চাওয়ার শুদ্ধতায় চলে আসে
জীবন আর বেঁচে থাকার নিলামের ছক।
যদি এ যাত্রায় হেরে যাই জেনো
ভালোবেসেছিলাম তা ছিল চরম সত্য।
অপারগতা ক্ষমা করো!

বিষয় : কবিতা

মন্তব্য করুন