অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের জন্য অস্কার জয়ের পর পরিচালক এডওয়ার্ড বার্গার আবারও গ্রন্থভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। আরও দুটি বইয়ের চিত্ররূপ দিতে যাচ্ছেন তিনি। বার্গারের যুদ্ধবিরোধী চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ চারটি একাডেমি পুরষ্কার ঘরে তোলার মাত্র কয়েকদিন পরেই এই খবর আসে।

বিনোদন সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ক্যাসি শেরম্যানের ২০২২ সালে সত্যিকারের অপরাধের ওপর ভিত্তি করে প্রকাশিত বই ‘হেলটাউন : দ্য আনটোল্ড স্টোরি অব আ সিরিয়াল কিলার অন কেপ কড’-এর উপর ভিত্তি করে বার্গার একটি অ্যামাজন সিরিজ পরিচালনা করবেন। বইটি টনি কস্তার গল্প বলে, যিনি ১৯৭০ সালে দুই নারীকে হত্যার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন এবং আরও বেশ কয়েকজনকে তিনি হত্যা করেছেন বলে সন্দেহ করা হয়। অস্কার আইজ্যাকের কার্ট ভনেগাট চরিত্রে অভিনয় করার কথা শোনা যাচ্ছে। কার্ট ভনেগাট হলেন সেই লোক, যিনি কস্তা সম্পর্কে একটি নিবন্ধ লিখেছিলেন এবং তার সাথে যোগাযোগ রেখেছিলেন। অ্যামাজনের এ সিরিজটি লিখছেন মোহাম্মাদ এল মাসরি। এ সিরিজের নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন বার্গার, আইজ্যাক এবং রবার্ট ডাউনি জুনিয়র।

এদিকে, নেটফ্লিক্সের জন্য বার্গার পরিচালনা করবেন আরেকটি সিরিজ। ক্রিস্টোফার রেইচের গোয়েন্দা উপন্যাস ‘ডেডলাইন রিপোর্টস’ অবলম্বনে এ থ্রিলার সিরিজটি নির্মাণ করা হবে। সিরিজে রেইচের আত্মপ্রকাশ ঘটে ২০১৮ সালে ‘দ্য টেইক’-এর মাধ্যমে। এরপর ‘ক্রাউন জুয়েল’, ‘দ্য প্যালেস’ এবং ‘ওয়ানস এ থিফ’-এর ওপর সিরিজ নির্মাণ হয়। বার্গারের জন্য সিরিজটি লিখছেন রোয়ান জোফ।