কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ হয়েছেন বাংলা সাহিত্যের আরেক মহীরূহ শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

শীর্ষেন্দু বলেন, ‘তার এই চলে যাওয়াটা আকস্মিক। ও প্রায়ই আমাকে ফোন করে আমার শরীরের খোঁজখবর নিত। কেমন আছি, কি লিখছি। এগুলো জিজ্ঞাসা করত। এই সমস্ত কথা মনে পড়ে।’

সমরেশ সম্পর্কে স্মৃতিচারণ করে শীর্ষেন্দু বলেন, ‘ওর ডাকনাম ছিল বাবলু। আমি সেই নামেই ওকে ডাকতাম। ও আমাকে বলতো বাবলু বলে ডাকার আর কেউ নেই, একমাত্র তুমিই আছো। ও আমার কাছে ছোট ভাইয়ের মতো ছিল। আজকে সত্যি খুব খারাপ দিন।’

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বেসরকারি হাসপাতাল অ্যাপোলোয় আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় মারা যান সমরেশ মজুমদার। বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। গত ২৫ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভর্তি করানো হয়েছিল সাহিত্য অকাদেমি পুরস্কারজয়ী সাহিত্যিককে। এরপর শ্বাসযন্ত্রের সমস্যা বাড়তে থাকে। আগে থেকেই সমরেশের সিওপিডি-র সমস্যা ছিল। ‘ঘুমের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা’ ও (স্লিপ অ্যাপনিয়া) বাড়তে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।