- সাহিত্য ও সংস্কৃতি
- সাহিত্যিক শরীফ খান লাইফ সাপোর্টে
সাহিত্যিক শরীফ খান লাইফ সাপোর্টে

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শরীফ খান।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শরীফ খান মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত নিউরোসার্জন ডা. কনক কান্তি বড়ুয়ার তত্ত্বাবধানে রয়েছেন তিনি। লেখকের ছেলে ইমরান খান সোমবার বিকেলে সমকালকে জানান, শারীরিক অবস্থা আরেকটু স্ট্যাবল হলে বাবার নিউরো সার্জারি করা সম্ভব হবে। ডা. কনক আশাবাদী।
ইমরান আরও জানান, ১৫ মে রাতে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে শরীফ খানকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখান থেকে গত শনিবার তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়।
২০১৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত শরীফ খানের বইয়ের সংখ্যা ৭৭। এর ভেতর শিশুসাহিত্যের বই ১৮টি। তিনি উপন্যাস লিখেছেন ৯টি। জীবজগৎ ও প্রকৃতি বিষয়ে দেশের অগ্রগণ্য এই লেখক ২০১৩ সালে জাতীয় পরিবেশ পদক পান।
শরীফ খানের গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলায়। তিনি পরিবার নিয়ে ঢাকার মুগদা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন।
মন্তব্য করুন