- সাহিত্য ও সংস্কৃতি
- বৈষম্যহীন দেশ গঠনে লড়াই করেছেন পঙ্কজ ভট্টাচার্য
ফরিদপুরে স্মরণসভায় বক্তারা
বৈষম্যহীন দেশ গঠনে লড়াই করেছেন পঙ্কজ ভট্টাচার্য

ঐক্য ন্যাপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য একটি অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজীবন লড়াই করে গেছেন। যাঁদের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষায় সমাজ আজকের অবস্থায় এসেছে, তিনি তাঁদের অন্যতম অগ্রজ। তাঁর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সামাজিক-সাংস্কৃতিক শুদ্ধির লড়াই চালিয়ে যেতে হবে।
শুক্রবার ফরিদপুর প্রেস ক্লাবে ‘মরণ সাগর তীরে তোমরা অমর, তোমাদের স্মরি’ প্রতিপাদ্যে এক স্মরণসভায় বক্তারা এ অভিমত দেন। পঙ্কজ ভট্টাচার্য স্মরণসভা আয়োজক কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে।
কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুজ্জামান লায়েকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য দেন অধ্যাপক শিপ্রা রায়, অধ্যাপক আবদুল মোতালেব, রাজনীতিক আবদুল কাদের আজাদ, অশোক সিংহ রায়, নূর ইয়াহিয়া মিলন, বেলায়েত হোসেন, মফিজুর রহমান, খবিরুল হক হিরু, শিক্ষাবিদ এনামুল হক সাইফুদ্দিন, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, জেসমিন কবীর, আলতাফ মাহমুদ, লেখক আশরাফ আলী, ছাত্রনেতা আবরাব নাদিম ইতু প্রমুখ। সভার শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রবন্ধ উপস্থাপন ও সংগীত পরিবেশন করা হয়।
পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। গত ২৪ এপ্রিল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।
মন্তব্য করুন