ঢাকা রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

স্মরণে শ্রদ্ধায় ৭৫

গান কবিতা নৃত্যে আগস্টের স্মৃতি

গান কবিতা নৃত্যে আগস্টের স্মৃতি

রাজধানীর শিল্পকলা একাডেমিতে শোকাবহ আগস্ট উপলক্ষে ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক অনুষ্ঠানে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগu ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ আগu ২০২৩ | ২২:৪৭

একদল কিশোর-কিশোরী হাতজোড় করে প্রার্থনা করছেন, ‘আর একটা বার শেখ মুজিবের জনম দে না, মা ...’। তাদের চোখে ফুটে উঠেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। বাংলা মায়ের কাছে তাই তাদের শপথ, বঙ্গবন্ধুকে ফিরে পেলে এবার তারা যেন আর হারিয়ে যেতে দেবে না।

এই আকাঙ্ক্ষাকে মনেপ্রাণে ধারণ করে গতকাল সোমবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শোকাবহ আগস্টকে স্মরণ করা হয়েছে। শোক পরিণত হোক শক্তিতে– এই প্রেরণা নিয়ে ‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটি। বাঁশির শোকার্ত সুরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর বঙ্গবন্ধু স্মরণে পরিবেশন হয় ‘আর একটা বার শেখ মুজিবের জনম দে না, মা ...’ গানটি। পরে দেশের রাজনীতিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অবদান তুলে ধরে ‘জাতি মাতা, বঙ্গমাতা’ গানে নৃত্য পরিবেশন করা হয়। একই সঙ্গে ‘বঙ্গবন্ধুর কারাবাস’ নিয়ে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা।

মুক্তিযুদ্ধের সময় দেশের অঘোষিত রাজনৈতিক কার্যালয় ছিল বঙ্গবন্ধুর ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি। বঙ্গবন্ধুকে নিবেদন করে কামাল চৌধুরীর কবিতা ‘বত্রিশ নম্বর সড়কের বাড়ি’ আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণে তাঁর একটি কবিতা আবৃত্তি করেন তিনি।

অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ‘উন্নয়নের মহাকবি মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন-সংগ্রাম’ শিরোনামের গীতিকবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। এরপর শিশু একাডেমির শিল্পীরা পরিবেশন করে ‘আমি ধন্য হয়েছি, আমি পূর্ণ হয়েছি’ গানটি। সবশেষে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনায় বঙ্গবন্ধুর পাকিস্তানে কারাজীবন নিয়ে যাত্রাপালা ‘নিঃসঙ্গ লড়াই’ পরিবেশন করেন শিল্পীরা।

এর আগে, আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘১৯৭৫ সাল থেকে স্বাধীনতাবিরোধীরা দেশে প্রতিনিয়ত দেয়াল তৈরি করছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর দেয়াল আরও উঁচু হয়েছে। উঁচু হতে হতে ২০০৪ সালের ২১ আগস্ট সেই দেয়াল আকাশ ছুঁয়েছে। যারা এই দেয়াল তুলছে, তাদের বিরুদ্ধে লড়তে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য সচিব অসীম কুমার উকিল, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, পরিচালক জ্যোতিকা জ্যোতি প্রমুখ।

আরও পড়ুন