সুবিধাবঞ্চিত মানুষের পাশে

এভাবেই মানুষের পাশে দাঁড়ায় ইয়াং হেল্প হিউম্যান বিডি... 3 ছবি : অনলাইন
সাইফুল ইসলাম ভূঁইয়া
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ১৬:৩৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ২২:৩৬
ইয়াং হেল্প হিউম্যান বিডি। অনলাইনভিত্তিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৮ সালে কয়েক তরুণের হাত ধরে নোয়াখালীর সেনবাগ উপজেলায় এ সংগঠন যাত্রা শুরু করে। মুমূর্ষু রোগীকে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এর পথচলা শুরু হলেও পাঁচ বছরে সংগঠনটি নিজেদের মানবিক ও সামাজিক কার্যক্রম বাড়িয়েই চলেছে। করোনা মহামারির শুরু থেকেই এ সংগঠনের স্বেচ্ছাসেবকরা মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই বিতরণ, সচেতনতাসহ নানা কার্যক্রম হাতে নেন। ২০২০ সালের জুন মাসে
মাত্র ছয়টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেবা কার্যক্রম শুরু করলেও এক বছরে ৪৯টি সিলিন্ডার ও একটি কনসেন্ট্রেটরের মাধ্যমে এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া ইয়াং হেল্প হিউম্যান বিডি গরিব অসহায় রোগীদের ফ্রি অক্সিজেন সেবা, শিক্ষা উপকরণ বিতরণ, প্রতিবন্ধীদের অর্থ ও খাদ্য সহায়তা প্রদান, ভিক্ষুকদের মধ্যে ছাতা বিতরণ, ভবঘুরেদের দুপুরের খাবারের ব্যবস্থা, মাদ্রাসাছাত্রদের মধ্যে পবিত্র কোরআন শরিফ ও জামা বিতরণ, দরিদ্র মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান, হতদরিদ্রদের মধ্যে রিকশা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চালিয়ে আসছে।
রফিকুল ইসলাম রবিসহ সাত সদস্যের পরিচালক প্যানেলের পাশাপাশি প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক ও ৩০ জন নিবন্ধিত প্রবাসী দাতা সদস্যের সহায়তায় চলছে সংগঠনটি। ইয়াং হেল্প হিউম্যান বিডির আগামীর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে পরিচালক রফিকুল ইসলাম রবি বলেন, ‘শুরু থেকেই নানা চড়াই-উতরাই পেরিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামীতেও আমরা এসব কার্যক্রম পরিচালনা করে যেতে চাই। উপজেলার গণ্ডি পেরিয়ে জেলা ও বিভাগ হয়ে সারাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।’