- সাহস
- বাংলা ফন্টের বর্ণ ডিজাইন প্রতিযোগিতা শুরু
বাংলা ফন্টের বর্ণ ডিজাইন প্রতিযোগিতা শুরু

বাংলা বর্ণের বিভিন্ন ধরনের অবয়বকে কম্পিউটারে ব্যবহার উপযোগী ডিজিটাইজড রূপ দিতে বর্ণমালার ডিজাইন প্রতিযোগিতা আয়োজন করেছে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। 'ফন্টের জন্য বর্ণ ডিজাইন' নামে এ প্রতিযোগিতায় টাইপোগ্রাফার, শিল্পী, গ্রাফিক্স ডিজাইনার, ক্যালিওগ্রাফার, ফন্টোগ্রাফারসহ সবার কাছে সুন্দর হাতের লেখা বা বাংলা বর্ণমালার ডিজাইন তথা নকশা আহ্বান করা হয়েছে। বিসিসির 'গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ' শীর্ষক প্রকল্পের আওতায় শুরু হয়েছে এ আয়োজন। উন্মুক্ত প্রতিযোগিতা থেকে বিশেষজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় হাতের লেখা বা ফন্ট জমা দিতে হবে আগামী ২৬ মার্চের মধ্যে। নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতা সংশ্নিষ্টরা জানান, বাংলায় প্রাতিষ্ঠানিক প্রয়োজনে ব্যবহার করা ফন্টের তুলনায় নকশা করা ফন্টের অপ্রতুলতা রয়েছে।
প্রতিযোগিতায় সত্যজিৎ রায়, কাইয়ুম চৌধুরীর হাতের লেখা; সংবিধানে ব্যবহূত অক্ষর-শিল্পের মতো টাইপোগ্রাফি বা বাংলা পুঁথির লেখা থেকে বাংলা ফন্টে রূপান্তর করার সুযোগ রয়েছে। এ ছাড়া কমিকসের ফন্ট, ক্যারিকেচারের ফন্ট, ডিজিটবান্ধব কিংবা অন্য বিশেষায়িত ফন্ট তৈরিরও সুযোগ রয়েছে। বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার, তৃতীয় পুরস্কার ২৫ হাজার (দুটি পুরস্কার) এবং অনারেবল মেনশন ১০ হাজার টাকা (পাঁচটি পুরস্কার)। ফন্ট জমা দেওয়ার বিষয়ে বিস্তারিতwww.bangla.gov.bd ঠিকানার পাশাপাশি 'তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা' ফেসবুক পেজ থেকেও জানা যাবে।
মন্তব্য করুন