ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চেতনায় বারো মাস ...

চেতনায় বারো মাস ...

ফাহমিদা রিমা

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৮:৪৬

বছর ঘুরে আসে ফেব্রুয়ারি। সময়ের আবর্তনে সন্তানের সঙ্গে বাংলা না বলে ইংরেজি বলাকে আমরা অনেকেই বড় করে প্রচার করি। অথচ গর্ব করা দরকার বাংলা ভাষা নিয়ে। হয়তো করিও, কিন্তু সেটা মুখে মুখে নাকি বাস্তবে? বাস্তবের প্রতিফলন কোথায়? সন্তানকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোটা দোষের নয়, তবে তাকে বাংলা ভাষাটা ভালো করে না শেখানো অবশ্যই দূষণীয় ও অপরাধ!
ভিনদেশি ভাষা শেখা মন্দ নয় বরং ভালো। কিন্তু সবার আগে নিজের ভাষায় দক্ষ হয়ে উঠতে হবে। আর এটি তখনই সম্ভব, যখন সেই ভাষার প্রতি আপনার দরদ, আবেগ, ভালোবাসা থাকবে। থাকবে নিজের ভেতরে একটা চেতনা আর নিজ ভাষা নিয়ে গর্ব করার মতো ব্যক্তিত্ব।
একজন মানুষ যদি নিজের মৌল ব্যাপারগুলো অস্বীকার করে, তার মূল্যমান কতটা থাকে? আদৌ কি থাকে? ভাষা আমাদের একান্তই আপন, মায়ের মুখ নিঃসৃত মধু, রস, যা আমাদের মধ্যে হৃদ্যতা তৈরি করে। একে অস্বীকার করা মানে নিজেকে অস্বীকার করা, নিজের মাকে অস্বীকার করা। এই বোধ আমাদের হৃদয় থেকে অনুধাবন করতে হবে ভাষাকে বুঝতে চাইলে। একটি জাতি তখনই ঋদ্ধ হয়, যখন সেই জাতির ভাষা হয় ঋদ্ধ। আর ভাষাকে ঋদ্ধ
করতে হলে সেই ভাষার প্রয়োগ ও ব্যবহার বাড়াতে হবে। এর বিকল্প নেই। ভাষাকে ভালো না বাসলে কেমন করে সম্ভব সেটা?
ভাষার জন্য সংগ্রাম : ভাষার জন্য সংগ্রাম একটি বিরল ঘটনা। এ ঘটনা কানাডার ভ্যাংকুভারে বসবাসরত দুই বাঙালি আবদুস সালাম ও রফিকুল ইসলাম বিশ্বদরবারে তুলে ধরেন। জাতিসংঘের কাছে ১৯৯৮ সালে আবেদন করেন আন্তর্জাতিক স্বীকৃতির জন্য। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় ইউনেস্কো। ২০১০ সালের ২১ অক্টোবর জাতিসংঘের ৬৫তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়।
চেতনায় মাতৃভাষা : আন্তর্জাতিক স্বীকৃতি অবশ্যই একটি বড় ব্যাপার। কিন্তু মন থেকে নিজের চেতনায় ভাষার স্থান দিতে না পারলে এর গুরুত্ব আর কতটুকু থাকে? মায়ের ভাষা, নিজের ভাষা অন্তরে লালন করতে পারাই সার্থকতা। একুশে ফেব্রুয়ারি কিংবা ভাষার মাস বলে ভাষাকে মহিমান্বিত করার কিছু নেই। আমাদের বাংলা ভাষা সব সময়ই মহিমান্বিত এবং সেরা ভাষা– এটি সব সময় নিজের ভেতরে লালন করতে হবে। নিজের চেতনায় জাগিয়ে রাখতে হবে শুধু একটি মাস নয়; বারো মাসজুড়েই। n

আরও পড়ুন

×