- সাহস
- সবার জন্য বাংলা ফন্ট
সবার জন্য বাংলা ফন্ট

সৃজনশীল ডিজিটাল ডিজাইন ইহতিশামের ধ্যান-জ্ঞান। বয়স মাত্র ১৮-এর গণ্ডি পেরুলেও সোশ্যাল মিডিয়ায় পোস্টার এবং ব্র্যান্ডিংয়ের ডিজিটাল নকশা দিয়ে নিজেকে চিনিয়েছেন ইহতিশাম। ২০১৯ সালে টেন মিনিট স্কুল আয়োজিত টি-শার্ট ডিজাইন করে বিজয়ী হয়ে প্রতিষ্ঠানটিতে ইন্টার্নশিপের সুযোগ পান তিনি। ডিজিটাল নকশার একাডেমিক হাতেখড়ি মূলত তখনই পান তিনি। দেড় বছরের বেশি সময় টেন মিনিট স্কুলে খণ্ডকালীন কাজের পাশাপাশি একটি ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সিতেও কাজ পান তিনি। বর্তমানে 'ওস্তাদ' নামে শিক্ষামূলক টেক প্ল্যাটফর্মের পাশাপাশি একটি ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানেও কাজ করছেন ইহতিশাম। পাশাপাশি দেশ এবং দেশের বাইরের কিছু ব্র্যান্ডের সঙ্গে প্রজেক্টভিত্তিক এবং ফ্রিল্যান্স বেসিসে কাজ করা হচ্ছে নিয়মিত। শুধু ডিজাইন নয়, বাংলা ফন্ট নিয়ে কাজ করেও বেশ আলোচিত তিনি। তাঁর তৈরি চারটি বাংলা ফন্ট আছে অনলাইনে।
প্রায় তিন লাখ ৮২ হাজারেরও বেশি ডাউনলোড হয়েছে ফন্টগুলো। ফন্টগুলো হচ্ছে- ইহতিশাম দেশলিপি, সাকিব ৭৫, আয়াত ৫৬ ও উপহার ৫৬। তাঁর তৈরি এসব ফন্ট ব্যবহার করছেন বাংলা ভাষাভাষী বিশ্বের অসংখ্য ডিজাইনার।
এই ফন্ট নিয়ে আগামীর পরিকল্পনার কথা জানতে চাইলে ইহতিশাম আহমেদ বলেন, 'সামনে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে চাই এই বাংলা ফন্ট নিয়ে। কেবল ডিজাইনারদের জন্য নয়; সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে এমন আধুনিক বাংলা ফন্ট তৈরিতে কাজ করতে চাই। বলতে পারেন এর প্রস্তুতি শুরুও করেছি। যদিও এই পথচলা খুব সহজ নয়; তবু নিজের মায়ের ভাষার জন্য এই ত্যাগটা করতে চাই। আর আগামীতে ডিজিটাল নকশার ওপর নিতে চাই উচ্চতর ডিগ্রি।'
মন্তব্য করুন