- সাহস
- মানবিকতার তরঙ্গ
মানবিকতার তরঙ্গ

রেদোয়ান ইসলাম। ২০২০ সালে বরিশালের বাকেরগঞ্জ থেকে কাজ শুরু করেন মানসিক ভারসাম্যহীন মানুষের জীবনমান উন্নয়নে। তরঙ্গ স্বেচ্ছাসেবী সংগঠনের শুরুটা হয় কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাত ধরে।
এই তরুণদের নিয়ে আলোকিত সমাজ গড়ার স্বপ্ন দেখতেন রেদোয়ান। তাই পড়াশোনার পাশাপাশি পরিবার থেকে পাওয়া হাত খরচের টাকা জমিয়ে সুযোগ পেলেই খাবার নিয়ে ছুটে যেতেন রাস্তার পাশে পড়ে থাকা অবহেলিত মানুষের কাছে। একই সঙ্গে বন্ধুদের নিয়ে নিজ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতেন।
করোনাকালে নিজ গ্রামের ক্ষুধার্ত পরিবারের মধ্যেও খাবার পৌঁছে দিতেন। গরিব ও অসহায়দের শিক্ষা উপকরণ, খাদ্য, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি, রক্তদানে উৎসাহিতকরণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।
সংগঠন সম্পর্কে জানতে চাইলে এর প্রতিষ্ঠাতা রেদোয়ান বলেন, 'মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে মানুষের খাবার, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে আসছি আমরা। বর্তমানে আমাদের সঙ্গে দেশের ১৪ জেলায় প্রায় ৫৮৫ জন তরুণ স্বেচ্ছায় এই কাজ করে যাচ্ছে। এ ছাড়া আরও ৪টি প্রজেক্ট নিয়ে কাজ করছি আমরা। মানসিক ভারসাম্যহীন মানুষের মাসে একবার চুল, দাড়ি ছাঁটা, নতুন পোশাক পরিধান করিয়ে পরিপূর্ণ পরিস্কার পরিচ্ছন্ন করা ও তরঙ্গের পাঠশালার মাধ্যমে পথশিশুদের সপ্তাহে এক দিন ফ্রি পাঠদান ও পুষ্টিকর খাবার প্রদান। তরঙ্গ ব্লাডের মাধ্যমে জরুরি রক্তদানে জনসাধারণকে উৎসাহিত করা এবং শহরের অলিগলিতে থাকা শারীরিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত প্রাণীদের সেবা প্রদানের মাধ্যমে সুস্থ করে তোলা।'
মন্তব্য করুন