- সাহস
- সাহসী ও তরুণ উদ্যমীদের পাশে...
সাহসী ও তরুণ উদ্যমীদের পাশে...

সাব্বির আহমেদ। কাজ করছেন আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট ফাইবার ডটকমে। নরসিংদীর ঘোড়াশালে বেড়ে ওঠা এই তরুণ কৈশোরে কম্পিউটার প্রোগ্রামিং শেখার শখ থাকলেও তা শিখতে পারেননি আর্থিক টানাপোড়েনে। পরে টিউশনের টাকা জমিয়ে এবং বাবার সহযোগিতায় এসএসসি পরীক্ষা শেষে কম্পিউটার কিনে গুগল, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ওয়েব ডিজাইনের কাজ শিখতে শুরু করেন। বছরখানেক পর মানে ২০১৭ সালে যতটুকু শিখেছেন তা কাজে লাগাতেই ফাইবারে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করেন। অভিজ্ঞতা না থাকায় মাসখানেক লেগে যায় প্রথম কাজটি পেতে। এরপর আস্তে আস্তে বাড়তে থাকে কাজ।
বর্তমানে সাব্বির কাজ করছেন ফ্রন্ট অ্যান্ড ডেভেলপার হিসেবে। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজাইনের পাশাপাশি ওয়েবসাইটের সমাধান, সিকিউরিটি সমাধান, ডাটাবেজ রিলেটেড সমাধান ও সিএসএস রিলেটেডের সমস্যা সমাধানে তৈরি হয়েছে তাঁর দক্ষতায়। তবে বিভিন্ন সমস্যার মুখোমুখিও হয়েছেন তিনি। সমস্যার কথা জানতে চাইলে সাব্বির আহমেদ বলেন, 'দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই কয়েকশ কাজ সম্পন্ন করি। বেশ ভালোই চলছিল। হঠাৎ ছোট একটা ভুলের জন্য প্রায় দেড়শ ক্লায়েন্ট রিভিউসহ আমার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যায়; যা ছিল আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের অন্যতম বড় সমস্যা বা বিপদের মুখে পড়া। তবে আস্তে আস্তে তা কাটিয়ে উঠেছি।'
২০২০ সালে মোফাজ্জল ইসলামের পরামর্শে ফের ফাইবারে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করেন সাব্বির। অ্যাকাউন্ট খোলার ৭ দিনের মধ্যে কাজ পেয়ে যান। এরপর নতুন উদ্যমে কাজ শুরু করেন। এক বছরে লেভেল ২ সেলার হয়ে যান ফাইবারে। পাশাপাশি কিছু দেশীয় ক্লায়েন্টের কাজ করেন এবং মাসিক চুক্তিভিত্তিক কিছু ক্লায়েন্ট পেয়ে যান আমেরিকা ও কানাডায়। ফাইবারে দেশি-বিদেশি কাজের পাশাপাশি দেশের জনপ্রিয় কিছু ওয়েবসাইট ডিজাইনার হিসেবে প্রশংসা কুড়িয়েছেন সাব্বির।
ফ্রিল্যান্সিং ব্যস্ততার মধ্যেও ফুড ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএস করছেন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে। সাহসী ও উদ্যমী তরুণ ফ্রিল্যান্সারদের যে কোনো সমস্যার সমাধানে পাওয়া যায় এই তরুণকে।
মন্তব্য করুন