- সাহস
- উপকূলের শিশুদের পাশে
উপকূলের শিশুদের পাশে

বিন্যাসের মেহেদি উৎসবে শিশুরা
মাসুম বিল্লাহ। ২০২১ সালে তিন বন্ধুকে নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গড়ে তোলেন স্বেচ্ছাসেবী সংগঠন বিন্যাস। শিশুশিক্ষা, শিশুদের বৈষম্য দূরীকরণ ও জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন এই তরুণরা। নিজেদের টিফিনের জমানো টাকা দিয়ে ১০টি দরিদ্র পরিবারের কাছে ইফতারসামগ্রী পৌঁছে দেওয়ার মাধ্যমে তাঁদের সংগঠনের পথচলা শুরু।
আলু, পেঁয়াজ, ছোলা, চিনিসহ প্রতি প্যাকেটে ৫০০ টাকার ইফতারসামগ্রী ছিল। বিন্যাস ফাউন্ডেশনের কাজ সম্পর্কে জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, ‘শিশুদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া শিশুদের বিদ্যালয়মুখী করতে তাদের শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রিতে বিতরণ করি নিয়মিত। স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম, নিরাপদ পানি ও রক্তদান কার্যক্রমও পরিচালনা করছি।’ শিশুদের উল্লাস প্রজেক্ট থেকে প্রতিবছর ঈদের আগের রাতে মেহেদি উৎসব করা হয়।
পর্যাপ্ত মেহেদি এবং মেহেদি আর্টিস্ট নিয়ে প্রায় ১০০ শিশুর হাতে মেহেদি লাগিয়ে দেয় বিন্যাস। শিশুদের জন্য বিন্যাসের আরেকটি ইভেন্ট হচ্ছে ফরমালিনমুক্ত আম উৎসব। প্রতিবছর আমের মৌসুমে ফরমালিনমুক্ত আম উৎসব করে সংগঠনটি। সরাসরি বাগান থেকে আম এনে এই উৎসব করে বিন্যাস। আগামীর পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে মাসুম বিল্লাহ বলেন, ‘প্রকৃত অসহায়দের খুঁজে বের করে তাঁদের মধ্যে প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে এবং তাঁদের স্বাবলম্বী করতে কাজ করতে চাই। আমাদের একার পক্ষে এসব মানুষের পাশে দাঁড়ানো অসম্ভব। তাই সবাইকে সঙ্গে নিয়েই সমাজের বৈষম্য দূর করতে চাই।’
মন্তব্য করুন