ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও তরুণদের পাশে

প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ও তরুণদের পাশে

প্রত্যন্ত অঞ্চলে চলছে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’-এর ত্রাণ বিতরণ কার্যক্রম

রুবেল মিয়া নাহিদ

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২৩:১৩

ফয়সাল পারভেজ। ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানোই যেন তাঁর কাজ! ২০১৭ সালে ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলার মাধ্যমে তাঁর সাংগঠনিক কার্যক্রমের শুরু। এ সংগঠন ছাড়াও তিনি ক্রিয়েটিভ কুষ্টিয়া, অ্যারাইজ ফাউন্ডেশন, সেভ ট্রি ফাউন্ডেশন, রিনিউ আর্থের সঙ্গেও কাজ করেছেন। ২০১৮ সাল থেকে শতাধিক হতদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। কভিডের সময় করোনা রেসপন্স টিমের সঙ্গেও কাজ করেছেন। দিনরাত করোনা রোগীর বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন অক্সিজেন সাপোর্ট। তা ছাড়া করোনার সময় জনসাধারণের মধ্যে সচেতনতারও কাজ করেন। ২০২১ সালে এক অসহায় পরিবারের ছোট্ট শিশুকে কুষ্টিয়ায় চিকিৎসক দেখানোর পাশাপাশি ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা সেবা পেতে সহায়তা করেন। 
বন্যায় সাতক্ষীরা, কুড়িগ্রাম, সিলেট, লক্ষ্মীপুরসহ বেশ কিছু জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ পর্যন্ত প্রায় অর্ধশত নারীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। এ ছাড়া কুষ্টিয়া, সিলেট, গাইবান্ধার গ্রামীণ পরিবেশে অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেন। অসহায় ও দরিদ্র শিশুদের শিক্ষা সরঞ্জাম দিয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। বেশ কয়েকজন শিক্ষার্থীকে প্রতি মাসে পড়াশোনা বাবদ খরচ দিয়ে সাহায্য করে যাচ্ছেন। ফয়সাল পারভেজ ‘নেকস্টজেন ইয়ুথ অ্যালায়েন্স’ নামে স্বেচ্ছাসেবক সংস্থা গড়ে তোলেন। সংস্থাটি তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সংগঠনটির হয়ে দেশের ৯ জেলায় দুই শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন।  
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ফয়সাল পারভেজ বলেন, ‘পারিবারিক অনুপ্রেরণায় একদল স্বপ্নবাজ স্বেচ্ছাসেবক নিয়ে সমুদ্র জনপদে মানবতার শুভেচ্ছা বার্তা ছড়িয়ে দিতে কাজ করছি। আমরা মূলত তরুণদের কর্মমুখী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সেই সঙ্গে তাদের দিচ্ছি মানবিকতার পাঠ। আসলে তরুণরা কাজে মন দিলে আর মানবিক হলেই কেবল বদলাবে আগামীর বাংলাদেশ।’ 

whatsapp follow image

আরও পড়ুন

×